Health

অর্থনীতির সুখবর বারি-৫ জাতের পেঁয়াজ

মাগুরা আঞ্চলিক মসলা গবেষণা কেন্দ্র নতুন জাতের উচ্চফলনশীল গ্রীষ্মকালীন বারি পেঁয়াজ- কৃষক পর্যায়ে সফলভাবে চাষ করে দেশের অর্থনীতির জন্য নতুন সুখরব বয়ে এনেছে। 


পেঁয়াজ চাষের সফলতা চাষ পদ্ধতি সম্পর্কে অবহিত করতে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে মাঠ দিবস কৃষক প্রশিক্ষণের আয়োজন করা হয়। আঞ্চলিক মসলা গবেষণা কেন্দ্রে  বৃহস্পতি শুক্রবার দুইদিন ব্যাপী মাঠ দিবস কৃষক প্রশিক্ষণ হয়।

মাগুরা আঞ্চলিক মসলা গবেষণা কেন্দ্রের উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা মো. মনিরুজ্জামানের সভাপতিত্বে মাঠ দিবস কৃষক প্রশিক্ষণে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদফতরের  খুলনা অঞ্চলের আঞ্চলিক পরিচালক কৃষিবিদ পার্থ প্রতিম সাহা। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক জাহিদুল আমিন, কৃষি সম্প্রসারণ অধিদফতরের জেলা প্রশিক্ষণ কর্মকর্তা সোহরাব হোসেন মাগুরা হর্টিকালচার সেন্টারের ভারপ্রাপ্ত কর্মকর্তা  . মনিরুজ্জামান।

মাঠ দিবস কৃষক প্রশিক্ষণকালে উদ্ভাবক মাগুরা মসলা গবেষণা কেন্দ্রের উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা মো. মনিরুজ্জামান এবং কৃষিবিরা জানান, মাগুরা আঞ্চলিক মসলা গবেষণা কেন্দ্র উচ্চ ফলনশীল বারি- জাতের পেঁয়াজ উদ্ভাবন চলতি মৌসুমে মাঠ পর্যায়ে সফলভাবে চাষ সম্পন্ন করেছে। পেঁয়াজ সাধারণত শীতকালীন ফসল হলেও বারি- শীত গ্রীষ্ম উভয় মৌসুমে চাষ করা যায়। সাধারণ পেঁয়াজ যেখানে হেক্টরে ফলন হয় থেকে টন। সেখানে বারি পেঁয়াজের ফলন হয় ২৪ থেকে ২৫ টন। 

দেশি পেঁয়াজের মতো পেঁয়াজের খোসা পাতলা হওয়ায় সহজে সংরক্ষণ করা যায়। চলতি মৌসুমে মাগুরা অঞ্চলিক মসলা গবেষণা কেন্দ্রের অধীনে ১০ একর জমিতে সফলভাবে বারি- জাতের পেঁয়াজ চাষ হয়েছে। 

গ্রীষ্মকালে সারাদেশে পেঁয়াজ চাষ ছড়িয়ে দিতে পারলে কৃষকেরা যেমন লাভবান হবেন। তেমনি মাত্র এক বছরের মধ্যে দেশে পেঁয়াজের ঘাটতি মিটিয়ে বিদেশে রফতানি করা সম্ভব হবে। যা দেশের অর্থনীতির জন্য একটি বড় সুখবর বলে মনে করেন মাঠ দিবস কৃষক প্রশিক্ষণে উপস্থিত বিজ্ঞানী কৃষিবিদরা। 

ডেইলি বাংলাদেশ/জেএইচ


অর্থনীতির সুখবর বারি-৫ জাতের পেঁয়াজ অর্থনীতির সুখবর বারি-৫ জাতের পেঁয়াজ Reviewed by asifehsanledp2020 on June 06, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.