যেমন উদাহরন সরুপ ঢাকা বিশ্ববিদ্যালয়ের
ঢাকা বিশ্ববিদ্যালয় মার্কেটিং ডিপার্টমেন্ট ও ক্রিয়েটিভ
আইটি’র যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হলো ডিজিটাল মার্কেটিং বিশেষ ওয়ার্কশপ হাজারো মার্কেটিং চ্যানেল এড়িয়ে সরাসরি ভোক্তার কাছে পণ্য ও সেবা
পোঁছে দেবার আকর্ষণীয় ও দ্রুততর প্ল্যাটফর্ম হচ্ছে ডিজিটাল মার্কেটিং। ইন্ডাস্ট্রির
পাশাপাশি স্টার্টআপগুলোতেও একটি সম্ভাবনাময়, জনপ্রিয় ও চাহিদাবহুল ক্যারিয়ারে রূপান্তরিত
হয়েছে উক্ত পেশাটি। সম্প্রতি ডিজিটাল মার্কেটিং ক্রিয়েটিভ আইটি এক ইন্টারএক্টিভ ওয়ার্কশপের
আয়োজন করেছিলো ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে। ওয়ার্কশপটি পরিচালনা করেন ক্রিয়েটিভ
আইটি ডিজিটাল মার্কেটিং(ট্রেনিং) বিভাগের বিভাগীয় প্রধান গোলাম মোস্তফা ইমন। উক্ত
ওয়ার্কশপটিতে অংশ নিয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং ডিপার্টমেন্টের শিক্ষার্থীরা।
Reviewed by asifehsanledp2020
on
June 21, 2020
Rating:


No comments: